রকি:
শহরে দিন দিন বাড়ছে উঠিত বয়সের তরুণদের বখাটেপনা। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ও মার্কেটগুলোতে দল বেঁধে আড্ডা জমায়। বিশেষ করে স্কুল-কলেজ এবং মাদ্রাসার ক্লাস শুরু ও ছুটির সময়েই তাদের বেশী দেখা যায়। পনের থেকে বিশ বছর বয়সী এ তরুণরা উদ্ভট পোশাক পরে ঘুরে বেড়ায়। এদের মাথায় উটকো চুলের ছাট দেখা যায়।
প্রবীণ একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে তারা বলেন, বর্তমানে কিছু উঠিত বয়সের তরুণরা এমনভাবে চুল কাটেন, যে তাদের দুই কানের ওপরের অংশে চুল থাকেই না। কিন্তু মাথার ওপরের অংশে থাকে ঘন চুল। এই চুল বেশ লম্বা হয়। হাঁটার সময় কিংবা মোটরসাইকেল চালানোর সময় এই চুল বাতাসে দুলতে থাকে। তাদের মতে, নিজেকে অন্যের চেয়ে বেশি আকর্ষনীয় দেখানোর জন্য পাড়া-মহল্লার স্কুল-কলেজের রাস্তার অলি গলিতে বেপরোয়া মোটরসাইকেলে দাপিয়ে বেড়ায় তারা। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ধুমপান করাসহ মেয়েদের নানা ভাবে উত্যক্ত করে বখাটে যুবকরা। তাদের এই অস্বাভাবিক আচরণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ.বি সিদ্দিক জানায়, প্রকাশ্যে ধুমপান করা আইনগত নিষিদ্ধ করা হয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তাদের প্রথমে সাবধান করা। যদি তারা পূনরায় একই কাজ করে তা হলে তাদের আইনের আওতায় আনা দরকার। পাশাপাশি পরিবারের যারা অভিভাবক রয়েছে তাদেরকেও একটু সচেতন হতে হবে। ছেলে বাইরে গিয়ে কি করছে কার সাথে মিশছে তা নিয়মিত খোঁজ রাখতে হবে। স্কুল-কলেজের প্রধান শিক্ষকদেরও দায়িত্ব স্কুল-কলেজের সামনে প্রকাশ্যে ধুমপান করা বা বহিরাগতদের আড্ডা দিতে দেখলে তাদের সাবধান করা অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া।