আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উনি সোনারগাঁয়ে কতদিন টিকবেন ?

সোনারগাঁয়ে বেশিদিন এক উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারছেন না। জনপ্রতিনিধিদের সাথে ইউএনওর মত বিরোধ দেখা দিয়েছে। গত ১ বছরে সোনারগাঁ থেকে ২/৩ জন ইউএনওকে বদলি করা হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে মতবিরোধে সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমানকে বদলি করা হয়। এর আগে অঞ্জন কুমার সরকার বদলি হয়। এব্যাপারে সোনারগাঁয়ের বাসিন্দা মানিক বলেন, আমরা চাই জনপ্রতিনিধি এবং প্রশাসন মিলে সোনারগাঁয়ের সকল সমস্যা দূর করুক।  কিন্তু সেটা হচ্ছে না। যতো দোষ ইউএনওর খোকা সাহেবরা সাধু।

এদিকে রোববার (০১ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সাইদুল ইসলাম। তিনি যোগদানের পর সহকারী কমিশনার (ভূমি) আল মামুনসহ ও ইউএনও অফিসের কর্মচারীগণ ফুল দিয়ে  শুভেচ্ছা  জানিয়েছে । এখন দেখার বিষয় তিনি কতদিন সোনারগাঁয়ে দায়িত্ব পালন করতে পারেন ?

সাইদুল ইসলাম ৩০ তম বিসিএস ক্যাডার অফিসার। ২০১২ সালের ৩ জুন তিনি সহকারি কমিশনার হিসাবে জয়পুরহাট প্রশাসনে তার কর্ম জীবন শুরু করেন।

গত ১৮ ফেব্রুয়ারী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা এর মোঃ সেলিম রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাইদুল ইসলাম কে নতুন নির্বাহী অফিসার হিসেবে সোনারগাঁয়ে যোগদানের আদেশ করা হয়েছে।

দিনাজপুরের ছেলে মো.সাইদুল ইসলাম এর আগে সিনিয়র সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গর্বিত সন্তান। তিনি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (বুয়েট) হতে ডিগ্রি লাভ করেন।