আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদ্যালয়ে নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নগরভিত্তিক দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি প্রকল্প-২ এর বিদ্যালয় নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রোববার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ শহরেরর বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের নিয়ে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এবং ওরিয়েন্টশনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শেখ রেহেনা আকতার।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানিয়া তাবাসসুম, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর শাহনেওয়াজ, হিউম্যানিটারিয়ান ডিরেক্টর মোঃ মোস্তাক হোসেন, কমিউনিটি পার্টিসিপেশন এন্ড ডেভেলপমেন্ট (সিপিডি) প্রজেক্ট কো অর্ডিনেটর এনামুল ও সিপিডি কর্মকর্তা ফজলুল হক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।