রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার চারিতাল্লুক এলাকার মোস্তফা মিয়ার ছেলে ইমন (১৭) , একই এলাকার মজিবুর রহমানের ছেলে ট্রাক চালক রাব্বী মিয়া (১৬)।শনিবার রাত ১১ টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের স্বর্নখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান, চালক এবং হেলপার সংঘর্ষ ছাড়াই ট্রাক খাদে পড়ে নিহত হয়েছে। কোনো মামলা হয় নি।
জানা গেছে শনিবার রাত ১১ টার দিকে ছনপাড়া থেকে ভোলাব যাওয়ার পথে গুতুলিয়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।