আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিদ্যুৎপৃষ্টে যুবদল নেতার মৃত্যু, তৈমূরের শোক

রূপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবদল নেতা খুরশীদ আলম ইন্তেকাল করেছেন। রবিবার তিনি ইন্তেকাল করেন।  খুরশীদ আলম গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডঃ তৈমূর আলম খন্দকার। তিনি এক শোকবার্তায় বলেন, খুরশীদ আলম যুবদলের একজন কর্মী হিসাবে বিএনপি দুঃসময়ে সর্ব অবস্থায় দলের পাশে ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার ছিলো সোচ্চার ভূমিকা। এড. তৈমূর আলম খন্দকার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা  ও শোকসমন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি  মরহুমের পরিবারের পাশে থাকার জন্য যুবদল নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন।