আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের ডাকাত ঢাকায় নিহত

রূপগঞ্জের ডাকাত হানিফ মিয়া (৪৫) ওরফে শাহীন  ঢাকায়  র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।  শনিবার মধ‌্যরাতে শেরে বাংলা নগরে এ বন্দুকযুদ্ধ হয়।

র‌্যাবের দাবি, হানিফ মিয়া ডাকাত দলের সদস‌্য। তার বাবার নাম বিদ‌্যা মিয়া।
র‌্যাব জানায়, একদল ডাকাত সদস‌্য শেরে বাংলা নগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস‌্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে হানিফ মিয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বলেন,  ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও একটি সিএনজিচালিত অটোরিকশা (ঢাকা মেট্রো-থ-১১-১০৪০) উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, লাশ ময়নাতদন্তের জন‌্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।