আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মোবাইলে জুয়া

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সর্বত্র মোবাইলে চলছে জমজমাট লুডু জুয়া। এতে করে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুবসমাজসহ নানা পেশার মানুষ। মোবাইলে লুডু খেলার সফটওয়্যার’টি আসার পর জুয়ারিদের কাছে সহজ সরঞ্জাম হিসাবে ব্যবহার হচ্ছে।
সূত্রে জানা যায়, উপজেলার পাড়া মহল্লাসহ বিভিন্ন বাসষ্ট্যান্ড, ছোট-বড় দোকানে, চা স্টল গুলোতে, খেলার মাঠসহ নানা স্থানে প্রকাশ্যে চলছে মোবাইল জুয়া। এক শ্রেণীর লোকেরা প্রতি গেইমে ২০ থেকে ৩০ টাকা বাজি ধরছে। আরেক শ্রেণীর জুয়ারী’রা ৩০০ থেকে ৫০০ টাকা প্রতি গেইমে খেলছে। পেশাদার জুয়ারিরা হাজার টাকার বাজিতে প্রতিটি গেইমের জুয়া খেলছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা বলেন, মোবাইলে লুডু খেলার নামে জুয়া খেলা চলছে। জুয়া খেলা অপরাধ। মোবাইল জুয়া বন্ধে জনসচেতনা বাড়াতে হবে। পাশাপাশি প্রশাসনের সহযোগিতার মাধ্যমে নজরদারি করলে মোবাইল জুয়া বন্ধ হতে পারে। ।
এ বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানান, মোবাইল জুয়াড়–দের শনাক্ত করা কঠিন। অবিভাবকদের নজরদারির প্রয়োজন। সকলে সহযোগিতা করলে প্রশাসন লুডু জুয়া বন্ধ করতে পারবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।