নবকুমার:
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে সিলেবাস ( পাঠ্যক্রম) করা হয়েছে। শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর অর্থায়নে প্রস্তুতকৃত সিলেবাস শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা সুলতানার সভাপতিত্বে কাউন্সিলর আসমা বেগম সহ শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের পূর্ণ সুস্থতা কামনায় দোয়া করা হয়।