আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাদের খোঁজ নিচ্ছেন মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গত বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি)  সকালে রুটিন চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি উচ্চ রক্তচাপসহ কিছু সাধারন শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষনে রয়েছেন। তিনি এখন সুস্থ আছেন। হাসপাতালে থেকেও গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক  ডাক্তার, নার্স এবং রোগীদের সাথে কথা বলছেন। তাদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের কিছু কিছু সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। তাছাড়া আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপনের জন্য মন্ত্রণালয়ের কার্যক্রমের তদারকি করছেন।