আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওরা পাবনায় বড় ধরণের নাশকতার পরিকল্পনাকারী

পাবনা থেকে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র ইসলামী জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-২। ২৮ ফেব্রুয়ারী বিকালে পাবনা সদর থানাধীন চরঘোষপুর হতে সেকান্দর মাস্টারের ছেলে সাকিব আল ইমতিহান (২১), পাবনা শহরের নিউমার্কেট সংলগ্ন দিলালপুর হতে ইসলাম খাঁনের ছেলে নাজমুস সাদাত ফাহিম (২০) কে গ্রেফতার করা হয়। এসময় উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, উগ্র জঙ্গীবাদ ছড়ানো বই ও ভিডিও সামগ্রী উদ্ধার করা হয় । গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব- ২ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদ আহসান। তিনি জানান  মুন্সিগঞ্জ ও সিলেট থেকে গ্রেফতার ৪ জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিমদ্বয়কে নজরদারিতে রেখেছিল র‌্যাব এর আভিযানিক দল। সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিমদ্বয়ের অবস্থান নিশ্চিত হবার পর শুক্রবার দিবাগত রাত আড়াইটা হতে ২৯ ফেব্রুয়ারী শনিবার গভীর রাত পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে উভয়ের কাছ থেকে ৪৪ টি উগ্রবাদী বই, জঙ্গিদের প্রশিক্ষণ সংক্রান্ত ট্রেনিং ম্যানুয়েল, ৩ টি মোবাইল সহ বিভিন্ন ধরণের উস্কানিমূলক লিফলেট উদ্ধার করা হয়। আটককৃত সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম এর সাথে সরাসরি যুক্ত। উভয়ের নিকট হতে উদ্ধার হওয়া মোবাইল সহ অন্যান্য ডিভাইস হতে জঙ্গিবাদের সাথে সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া গেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তারা জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছিল।

গ্রেফতার আসামী সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিম বড় ধরণের নাশকতার পরিকল্পনা আঁটছিলো।