রূপগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির ছবি ছিড়েছে যুবলীগ নামধারী ইউনিয়ন নেতা ইসহাক মিয়া। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গোলাকান্দাইল ইউনিয়ন বলাইখাঁ এলাকায়। জানা যায় ইসহাক ও মোঃ আমিনুল উপজেলার বলাইখাঁ এলাকার আলী হোসেনের ছেলে।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন জানান, গত ২১নভেম্বর ২০১৭ইং ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)এর হাতে পুরস্কার সামগ্রী তুলে দেওয়ায় বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিল বোর্ড টানানো সিদ্ধান্ত নেয়া হয় রূপগঞ্জবাসীর পক্ষ থেকে। আর সেই উপলক্ষে ৯০টি বিল বোর্ড তৈরীও করা হয়। এর পর থেকে রূপগঞ্জের বিভিন্ন পয়েন্টে বিল বোর্ড টানানোর কাজ চলে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বলাইখাঁ এলাকা থেকে বিল বোর্ড নিয়ে বের হওয়ার পথে বিভিন্ন সময়ের বির্তকিত ইউনিয়ন যুবলীগ নেতা ইসহাক, তার ভাই আমিনুলকে সংগে নিয়ে হামলা চালিয়ে ২টি বিল বোর্ড ছিড়ে ফেলে এবং প্রধানমন্ত্রী ও এমপিকে নিয়ে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে। কিন্তু কি কারণে বিল বোর্ড ছেড়া হলো সে বিষয় কিছুই জানা যায়নি। এ ঘটনায় নিয়ে এলাকায় টানটান উত্তেজোনা বিরাজ করছে। এ ব্যপারে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন জানান, ঘটনাটি সত্য কিছু নামদারি যুবলীগ নেতা ইসহাক, আমিনুল ও তার লোকজন এই ঘটনাটি ঘটিয়েছে। ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর শহীদুল আলম জানান এ ব্যপারে লিখিত কোন অভিযোগ আসেনি নিজেদের দলীয় কোন্দলের কারনে হতে পারে।