এডিস মশা যেন ভোট খেয়ে না ফেলে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে নবনির্বাচিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নগরীর উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে নবনির্বাচিত দুই মেয়রকে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আসছে আরেকটা সমস্যা। এটা এর আগেও ছিল, যেমন ডেঙ্গু নিয়ে সমস্যা। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে সবাইকে। সেদিকেও আপনাদের দৃষ্টি দিতে হবে। নইলে মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে, সেটা নিশ্চয়ই আপনাকে দেখতে হবে। ক্ষুদ্র মশা হলেও অনেক শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে। সেদিকে আপনারা বিশেষভাবে একটু নজর দেবেন, যেন সঠিকভাবে এটা প্রয়োগ হয়।’