আড়াইহাজার উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আড়াইহাজার পাঁচরুখীর মালপাড়ায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা রমেন্দ্র চন্দ্র বর্মণ। সম্মেলনে সভাপতিত্ব করেন আড়াইহাজার থানা কমিটির সভাপতি লোকনাথ বর্মণ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আব্দুস সালাম বাবুল, বাংলাদেশ কৃষক সমিতির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মনিরুজ্জামান চন্দন, ক্ষেতমজুর নেতা হারিছ মিয়া প্রমুখ।
সম্মেলনে লোকনাথ বর্মণকে সভাপতি ও মো. হারিছ মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি আড়াইহাজার উপজেলা কমিটি গঠন করা হয়।