বন্দরে ভ্রাম্যমান আদালত ২টি কসমেটিক্সের দোকান ও একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর উপজেলার মদনপুর একতা মার্কেট ও ফলহর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আফিফা খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মদনপুর একতা মার্কেটে অভিযান চালায়। অভিযান কালে শাহআলম মিয়া ও সোহরাব মিয়ার কসমেটিক্সের দোকানে নকল প্রসাধনী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে শাহআলম মিয়াকে ৩ হাজার টাকা ও সোরহাব মিয়ার কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে ফুলহর এলাকায় ভোজন বিলাশ হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ওই রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।