সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। এসময় তিনি বলেন, জনপ্রতিনিধি একটা এলাকা নিয়ন্ত্রণ ও জনসেবা নিশ্চিত করতে পারেন। তিনি এলাকার প্রায় সকলকেই চিনেন। উগ্রবাদের প্রতিরোধের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে পারলে উগ্রবাদের প্রতিরোধ সম্ভব।
সেমিনারে নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা অংশ নেয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ বলেন, মাদক সেবীদের সুযোগ দিতে হবে যাতে তারা পরিবর্তন হতে পারে। তাদের মাদকের কুফল সর্ম্পকে জানিয়ে সে পথ থেকে ফিরিয়ে আনতে হবে। সুযোগ না দিলে তারা পাল্টাবে না। এলাকার সকল জনগন সম্পর্কে খোজ-খবর নিতে হবে। সেমিনার পরিচালনা করেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজা লিজা (বিপিএম)।
তিনি জনপ্রতিনিধিদেরকে উগ্রবাদ সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, গোগনগন ইউপি চেয়ারম্যান নওশাদ আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ অনেকে ।