আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জ আড়াইহাজার গোপালদী ফাড়িঁ উপ-পরিদশর্ক (এসআই) রাকিব ৬ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা নজরুল ইসলাম নামে এক জনকে গ্রেফতার করে ।পরে মাদক বিক্রেতাকে ছেড়ে দেয়ার কথা বলে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ৪‘শ গ্রাম গাজা দিয়ে একটি মামলা দায়ের করে। এই নিয়ে থানা পুলিশ ও এলাকাবাসি মধ্যে নানা গুঞ্জন চলছে ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর )রাতে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকা থেকে ওই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বলে থানা পুলিশ জানায় ।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম গোপালদী পৌরসভার দাইরাদী এলাকা সাত্তারের ছেলে ।
এলাকাবাসি জানান, মঙ্গলবার রাতে নজরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ৬ কেজি গাজাঁসহ গ্রেফতার করে এস আই রাকিব । পরে তাকে ছেড়ে দেয়ার কথা বলে ৮০ হাজার টাকা নেয় এবং তাকে না ছেড়ে ৪‘শ গ্রাম গাজাঁ দিয়ে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় নজরুলের স্বজনরা ও এলাকাবাসি এস আই রাকিবের প্রতি ক্ষিপ্ত । অভিযোগ রয়েছে, রাকিব গোপালদী ফাঁড়িতে যোগদান করার পর থেকে মাদক বিক্রিতাদের গ্রেফতার বানিজ্য মেতে উঠে। সুত্র জানায়, মাদক বিক্রেতা নজরুলকে ছেড়ে দেওয়ার কথা বলে প্রথমে দেড়লাখ টাকা দাবী করে ওই দারোগা। পরে টাকা কম দেওয়ায় ৪শ গ্রাম গাঁজা দিয়ে মামলা দেয়।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান,৮০হাজার টাকা ও ৬ কেজিঁগাজাঁ বিষয় আমার জানা নেই । তবে আমি শুনেছি ৪‘শ গ্রাম গাজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মাদক মামলা হয়েছে । আর যদি টাকা নিয়ে থাকে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।