আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাষাঢ়া থেকে নিখোঁজ মিরপুরে উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত এলাকা থেকে নিখোঁজ ব্যবসায়ী ও দুই মেয়ের সন্ধন পাওয়া গেছে। তবে এখনও নিখোঁজ রয়েছে তার স্ত্রী।

শুক্রবার সকালে মিরপুরের খালার বাড়ি থেকে তাদের তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, দুই মেয়েকে নিয়ে মিরপুরের খালার বাড়িতে আত্মগোপনে ছিলেন ব্যবসায়ী তোবারক হোসেন। সেখান থেকে সকালে সদর মডেল থানায় নিয়ে আসা হয় তিনজনকে। পরে দুই শিশুকে নন্দীপাড়া এলাকার নানীর হেফাজতে দেওয়া হয়। তবে স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, স্ত্রীর সন্ধানের জন্য তোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে আটক রাখা হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।