আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩ ফেনসিডিল পাচারকারী রিমান্ডে

কাভার্ডভ্যানে পণ্য পরিবহনের আড়ালে ফেনসিডিল পাচারকালে আটক ৩ মাদক ব্যবসায়ীর ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুনাহার ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। রিমান্ডকৃত আসামী মোঃ জহিরুল আলমের বাড়ী চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন খরনা এলাকায়, মোঃ জামাল হোসেনের বাড়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নোয়াপাড়া এলাকায় ও মোঃ আকাশের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন লক্ষীপুর আদর্শগ্রাম এলাকায়। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত তিন আসামীকে আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১দিনের মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি ভোরে সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর মেঘনা ঘাট র‌্যাব-১১ এর চেকপোস্টে পণ্য বোঝাই চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি হলুদ রংয়ের কভার্ড ভ্যান এ তল্লাশী করে ৪৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তল্লাশীকালে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত কভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।