আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশ এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) কর্তৃপক্ষ। এসময় ৩টি ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফতুল্লা গিরিধারা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশ এন্ড ডিষ্ট্রিবিউশন (টিএন্ডডি) নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটারিং এন্ড ভিজিলেন্স) মো: গোলাম মোস্তফার নেতৃত্বে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শাকিল মন্ডল, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম আলী, সহকারী কর্মকর্তা দেলোয়ার মোরশেদ, মোসলেম উদ্দিন প্রমূখ।
ব্যবস্থাপক মো: গোলাম মোস্তফা জানান, অভিযানে মো: সামছুল আলম ও আজিজুল ইসলাম মনিরের মালিকানাধীন মেসার্স অনিমা ফুড প্রডাক্টস, মাসুদুর রহমানের মালিকানাধীন মারজান ফুড লিমিটেড ও মো: ইসমাঈলের মালিকানাধীন জাহান ফুড ফ্যাক্টরীরর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ