সংবাদ বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক জনকন্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃ খলিলুর রহমানের পিতা জাহেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ——রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর।
রবিবার সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জস্থ পাইনাদি এলাকায় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে এই সাবেক সরকারি চাকুরিজীবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া শামীম গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।