আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জমি দখল করেছে ক্যাডার জনি

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফতুল্লার কোতালের বাগ এলাকার মৃত.মহিউদ্দীনের মেয়ে সঞ্জনা আল আবেদীন বলেন, ফতুল্লা রেল লাইন কোতালের বাগ কবরস্থানের সাথে মোট ৭১ শতাংশ জমি রয়েছে তাদের। এর মধ্যে ৩০ শতাংশ জমি পূর্বেই একজনের কাছ থেকে কিনেছে তার বাবা। এছাড়া ৪১ শতাংশ জমি পাওয়ার রেজিষ্ট্রেশন করেছেন ওই এলাকার আক্তার হোসেনের কাছ থেকে। পরবর্তীতে তার বাবা মারা যায়। এর কিছু দিন পর থেকে ফতুল্লা রেল লাইন এলাকার জাহেদুর ইসলাম (জনি)সহ তাদের লোকজন তাদের জমি জোরপূর্বক দখল করেছে।

সংবাদ বিজ্ঞতিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ৪ জুলাই পাওয়ার রেজিস্টার করা হয়েছিল আক্তার হোসেনের কাছ থেকে ৪১ শতাংশ জমি। ২০১৮ সালের ৭ জুন তার বাবা মারা যায়। এর কিছুদিন পরে স্থানীয় ক্যাডার জনি ও তার সহযোগি দিপু তাদের ৩০ শতাংশের কাগজ বায়না করার কথা বলে নিয়ে যায়। অথচ এখন বলে আসছে, জনি ও দিপুর কাছ থেকে ওই জমি বাবদ ৩০ লক্ষ টাকা ধার নিয়েছি। তাদের কাছ থেকে এ ব্যাপারে লিখিত প্রমাণ চেয়েছি যা তারা দিতে পারেনি। উল্টো বাকি ৪১ শতাংশ জমি ভাড়া নেয়ার কথা বলে জনি ও দিপু আমাকে ও আমার মা কে তাদের অফিসে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমাদের কাছ থেকে জমি লিখে নেয়ার চেষ্টা করে। তাই আমরা বাক বিতন্ডায় না জড়িয়ে কোন রকমে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি যে, আমার বাবা মৃত মহিউদ্দিন মো. আক্তার হোসেনের কাছ থেকে জমির রেজিস্ট্রেশন পাওয়ার নিয়েছিলেন। তাকেও জমি লিখে নেয়ার জন্য তাকেও ক্যাডার বাহিনী দিয়ে জনি ও দিপু উঠিয়ে নিয়ে গিয়েছিল। তখন আক্তার হোসেন বলেছিলেন যে, মৃত মহিউদ্দিন সাহেবের ওয়ারিশ রয়েছে তার স্ত্রী ও সন্তানরা। যদি লিখে দিতে বলে তাহলে আমি তাকে লিখে দিবো। এতে করে আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি বলে সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়। তবে জাহেদুল ইসলাম জনি জমি দখলের বিষয়টি অস্বিকার করেছেন। তিনি তাদের জমির বিষয়ে কিছুই জানেন না বলে জানান।