আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জাগো হিন্দু পরিষদের আহবায়ক কমিটি

সংবাদচর্চা রিপোর্ট:

শ্রী সবুজ দাস সূর্যকে আহবায়ক ও সজীব দাস আদরকে সদস্য সচিব করে জাগো হিন্দু পরিষদের রূপগঞ্জ উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে নারায়নগঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের সাধারন সম্পাদক সুজন চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক সুমিত রায়সহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আগামী ৩মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির আরও সদস্যরা হলেন, উৎজ্জল চন্দ্র দাস, স¤্রাট চন্দ্র দাস, ভক্ত দাস বিপ্লব, মিল্টন দাস, দীপংকর দাস, নন্দা দাস, বাদন দাস, বিমল চন্দ্র দাস, তপন চন্দ্র দাস, রনি সাহা, অপু ভৌমিক, তমাল পাল, পিন্টু দাস, রঞ্জন দাস, স¤্রাট দাস, আশিক চন্দ্র দাস, অমিত দাস, দিপু চান্দ্র, বিপুল দাস, পকাশ চান্দ্র, সাগর চান্দ্র, স¤্রাট দাস।

আহবায়ক কমিটি ঘোষনাকালে এসময় আরও উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ জেলার সহ-সাধারন সম্পাদক অভি রায়, কার্যকরী সদস্য নয়ন রায় প্রমুখ।