আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর শতবর্ষ আমরা জীবনে একবারই পাবো: মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেছেন, বঙ্গবন্ধুর শতবর্ষ আমরা জীবনে একবারই পাবো। হয়তো পরবর্তী প্রজন্ম পাবে। এটা আমাদের পরম পাওয়া। ভালোবেসে এই দিন এবং মাসটি পালন করতে হবে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমানে জনসংখ্যা বাড়ছে।  সমস্যা আছে, থাকবে এটা চলমান। সেই সমস্যাকে সমাধান করার জন্যই জেলা সমন্বয় কমিটি রয়েছে। উপজেলা গুলোর মাধ্যমে জেলাকে সমস্যা জানালে তারা সমাধান করবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে ২০-২১ বছর বয়সে আমি যুদ্ধে গিয়েছিলাম। গেরিলা যোদ্ধা ছিলাম। খেতাব পেয়েছি। আমাদের সঙ্গে ১৫ জন শহীদ হয়। ১২জন বেচে ছিলেন, তার মধ্যে ৪জন বীর প্রতীক খেতাব পেয়েছে। যার মধ্যে ৩জন মারা গেছেন আমিই বেচে আছি। ভাবতে পারিনি বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন করতে পারবো।

জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত পুলিশ সুপার জায়েদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়া,  উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।