আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিটিএমসির উৎপাদন বাড়বে: মন্ত্রী গাজী

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিটিএমসির উৎপাদন বাড়বে। সেই লক্ষে কাজ করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিটিএমসির সকল সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে । বাড়বে দেশের উৎপাদনশীলতা ।

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন (বিটিএমসি) ভবনে স্থাপিত রেইনি রুফ হোটেলের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বিটিএমসির সকল মিলসমূহ পিপিপি’র মাধ্যমে চালু করার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্ধ পাটকলগুলো চালু করা মুজিববর্ষে আমাদের অঙ্গীকার। এতে বিটিএমসি ও বস্ত্রখাতের সকল অংশীজনের মধ্যে সেতুবন্ধন স্থাপন করা সম্ভব হচ্ছে ।

এসময় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

পরে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কেক কেটে হোটেলের উদ্বোধন করেন। এসময় তিনি হোটেল ঘুরে দেখেন।