নারায়ণগঞ্জে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে বসন্ত উৎসব ১৪২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, মিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশেন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। তিনি অনুষ্ঠান উপভোগ করেছেন। এসময় তিনি বলেন, এবারের বসন্তটা একটু আলাদা। কারণ সামনেই জাতির পিতার জন্ম বার্ষিকী। এ বছর আমরা সব অনুষ্ঠানই জাতির পিতাকে উৎসর্গ করেছি। তিনি না থাকলে এই বাংলাদেশ পেতাম না। বসন্ত উৎসবও পেতাম না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লা, ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাড. শরিফ হোসেন, বন্দর শিল্পকলা একাডেমির নৃত্য শিক্ষক সামিয়া আক্তার, চেতনা মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক একাডেমির সভাপতি বদিউজ্জামান খান প্রমূখ।