রাঙ্গামাটির কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিন শিশু। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি শহরের কাপ্তাই লেকে বেড়াতে আসেন চট্টগ্রামের বন্দর টিলা থেকে একদল পর্যটক বেড়াতে এসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাঙামাটির আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর।
নিহতরা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টস’র কর্মী বলে জানা গেছে। তবে তাদের নাম-ঠিকানা শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ জানায়, রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে সুভলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী বোটটি ডুবে যায়। অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপু এলাকায় ৫৩ জনের ইসকনবাহী একটি নৌকা ডুবে যায়। এই ঘটনায় তিন শিশু নিখোঁজ রয়েছে। তারা হলো- বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে। রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় পাঁচটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ওই দুর্ঘটনায় হাসপাতালে একজনের চিকিৎসা চলছে।