রূপগঞ্জে ফুলের বাগানে গণধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ভুলতা ইউপির ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সবুজ ও মহিউদ্দিন ।
গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।
জানা গেছে গত সোমবার বিকেলে মুড়াপাড়া এলাকার সীম ফেব্রিক্স নামের এক পোশাক কারখানার হেলপারসহ তিনজন ফুলের বাগানে বেড়াতে যান। তার সঙ্গে ছিলেন অপর এক পোশাক শ্রমিক ও তার চাচাতো বোন।
পরে সন্ধ্যা ঘনিয়ে আসলে ফুলের বাগানে স্থানীয় সুরুজ আলীর ছেলে সবুজ, খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন, মানিক মিয়ার ছেলে শহিদ ও রইসউদ্দিনের ছেলে আকাশ জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ঝোপের ভেতর নিয়ে পালাক্রমে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করেন।
পরে এ ঘটনায় ধর্ষিতার চাচাতো বোন বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।