আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক একদিনের সফরে আড়াইহাজারে এসেছেন। রবিবার ( ৯ ফেব্রুয়ারি) তিনি আড়াইহাজারে পৌছান । মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন  আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

এছাড়া  বীর মুক্তিযোদ্ধা এস.এম মাজহারুল হক অডিটোরিয়ামে বিকালে আয়োজন করা হয়েছে এক সুধি সমাবেশ। সমাবেশে বক্তব্য দেবেন আব্দুর রাজ্জাক । এর আগে জনপ্রতিনিধিদের সাথে আব্দুর রাজ্জাকের মত বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তিনি ক্রেস্ট বিতরণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর সভার মেয়র সুন্দর আলী সহ অনেকে।