আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যাদের উপর নির্ভর করছে বাংলাদেশের শিরোপা

আজ রবিবার আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। যুব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সবার চোখ থাকবে দলের সেরা পারফরমারদের উপর। বাংলাদেশ দলের শিরোপা জয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন যারা-

মাহমুদুল হাসান জয় (ব্যাটসম্যান)

যেমন ফিল্ডার তেমন ব্যাটসম্যান। সেমিফাইনালেই নিজেকে শতভাগ উজাড় করে দিয়েছেন। ফিল্ডিংয়ের জন্য অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন। তারপর সেঞ্চুরি করে বাংলাদেশকে নিয়ে গেছেন স্বপ্নের ফাইনালে। তিন নম্বরে ব্যাট করতে নামা এই ব্যাটসম্যান ফাইনালেও নিজেকে উজাড় করে দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
রকিবুল হাসান (স্পিনার)

স্পিনে জাদু দেখিয়ে প্রথম থেকেই নজর কেড়েছেন ময়মনসিংহের এই তরুণ ক্রিকেটার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন। কোয়ার্টার ফাইনালে ১৯ রানে ৫ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। সেমিতেও প্রথম তিন ওভার মেডেন করে তার ভয়ঙ্কর রূপের ঝলক দেখিয়েছেন। আজ ফাইনালে ভারতের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হতে পারেন এই স্পিনার।

শরিফুল ইসলাম (পেসার)

আগ্রাসনের জন্য এবারের যুব বিশ্বকাপে আলাদা করে নিজের পরিচিতি তুলে ধরতে পেরেছেন পঞ্চগড়ের এই পেসার। তার বলে যেমন গতি, তেমন বাউন্স। ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানদের ভরকে দিতে শরিফুলের গতিই রাখতে পারে বড় ভূমিকা। স্লগ ওভারেও বোলিংয়ে ভরসা ১৮ বছর বয়সী এই পেসার।