আজ সোমবার, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিট পুলিশিং কার্যক্রম

ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে সদর উপজেলাধীন ফতুল্লায় চালু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। জানা যায়, এর আগে কখনো জেলায় এসকল কার্যক্রম হয়নি। প্রথমবারের মত চালু হওয়া বিট পুলিশিং সেবার অংশ হিসেবে ফতুল্লা থানা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার মাসদাইর ঘোসেরবাগ এলাকায় তৃতীয় বারের মতো বিট পুলিশিং কার্যক্রমের উঠান বৈঠক পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, পরিদর্শক (তদন্ত) শাহাদাৎ হোসেন, ৮ নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান প্রধান, পঞ্চায়েত কমিটির সভাপতি আফজাল হোসেন, সাবেক মেম্বার ও পঞ্চায়েত কমিটির সেক্রেটারি জনাব ভাসানী প্রধান প্রমূখ।

উল্লেখ্য, ফতুল্লা থানাকে ১২টি অঞ্চলে (বিটে) ভাগ করা হয়েছে। প্রতি বিটের নেতৃত্বে থাকবেন একজন উপপরিদর্শক (এসআই)। তাঁর সাথে একজন এএসআইসহ ও দুই জন কনস্টেবল কাজ করবেন।