ইউনিভাসিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি (ইউসেট) শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে শহীদ হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়। সভায় ড. তানভীর খান বলেন, আগামী পহেলা মার্চ ইউনিভাসিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি (ইউসেট) শিক্ষা কার্যক্রমের ভর্তি শুরু হবে। বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের ছেলে মেয়েরা ঢাকায় পড়ালেখা করতে যায়। তাদের যানজটে অনেক কষ্ট হয়। আমরা কয়েকজন মিলে ইউনিভাসিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি (ইউসেট) শিক্ষা কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। সারা বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব শুরু হয়েছে। সেই প্রতিযোগিতায় আমাদের টিকে থাকতে হবে। ইনসেট গত বছর ২৮ আগস্ট সরকারি অনুমোদন লাভ করে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ৫ টি বিষয়ে ভর্তি কার্যক্রমের অনুমোদন লাভ করে। তার মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ,ইংরেজী সাহিত্য, অর্থনীতি। আরো দুই টি বিষয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,ইউনিভাসিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.মোয়াজ্জেম হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহাবুবুর রহমান মাছুমসহ অনেকে।।