আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জের লেখকের বইয়ের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা

প্রতিশ্রুতিশীল লেখক সাংবাদিক মাইদুর রহমান রুবেলের নতুন বই ‘সারি সারি ভূতের বাড়ি’  বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। বুধবার (৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলের সামনে বইটির মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। উল্লেখ্য, মাঈদুর রহমান রুবেলের সাহিত্যচর্চা, সাংবাদিকতা ও বেড়ে উঠা নারায়ণগঞ্জে।

মন্ত্রী বলেন, বই মানুষকে সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখে। তিনি বলেন, জ্ঞানের দুয়ার খুলে গেলে অফশক্তির কপাট বন্ধ হয়ে যায়। নতুন পাঠক সৃষ্টি করতে ভালো বইয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডিআরইউ’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী। ভবিষ্যতে আরও বেশি সামাজিক কাজে ডিআরইউ’র পাশে থাকার আশ্বাস দেন তিনি।মাইদুর রহমান রুবেলের শিশুতোষ গ্রন্থ সারি সারি ভূতের বাড়ি প্রকাশ করেছে ইতি প্রকাশন সোহরাওয়ার্দী উদ্যানে ৬৪৬ এবং ৬৪৭ স্টলে পাওয়া যাবে বইটি এছাড়া বাংলা একাডেমি প্রাঙ্গনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ১০২ নাম্বার স্টলে পাওয়া যাবে বইটি।এর আগে অমর একুশে বইমেলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টল উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে তিনি স্টলের উদ্বোধন করেন তিনি।ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি’র ড. আতিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্টল পরিচালনা কমিটির আহবায়ক মাইদুর রহমান রুবেল। আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল ও সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোতাহার হোসেন ও ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ।

এসএমআর