আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যে কারণে হচ্ছে না জেলা-মহানগর আ.লীগের সম্মেলন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দলটির ২১ তম জাতীয় সম্মেলনের আগে বিভিন্ন জেলায় সম্মেলন হয়েছে। শুধু নারায়ণগঞ্জে সম্মেলন হয় নাই। নারায়ণগঞ্জে সম্মেলন না হওয়ার কিছু করণ রয়েছে । কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেকেই  সম্মেলনের পক্ষে ছিলো। কিন্তু জাতীয় সম্মেলনের আগে সময় স্বল্পতার কারণে নারায়ণগঞ্জের সম্মেলন হয় নাই। জাতীয় সম্মেলনের পর ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করে আওয়ামী লীগের হাইকমান্ড। ঢাকার সিটি নির্বাচন শেষ হয়েছে। এখন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন না হওয়া প্রধান কারণ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় ভাবে উদযাপন হবে। ইতোমধ্যে মুজিব শতবর্ষের কাউন্ট ডাউন বা ক্ষণগণনা শুরু হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সফল করার লক্ষে কাজ করে যাচ্ছে। তারা এখন নারায়ণগঞ্জের সম্মেলন নিয়ে ভাবছে না। আর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কমিটি দেয়া কঠিন । নারায়ণগঞ্জে একাধিক গ্রুপ রয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্বও আছে।  আরো পড়ুনঃ পারেননি সেলিম ওসমান

প্রসঙ্গত ২০১৬ সালের ৯ অক্টোবর আব্দুল হাই কে সভাপতি ও ভিপি বাদল কে সাধারণ সম্পাদক নাসিক মেয়র আইভী কে সিনিয়র সহ সভাপতি করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয় । এর পরের বছর ২০১৭ সালের ২৬ নভেম্বর ৭৪ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেয়া হয়।

২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেন কে সভাপতি ও খোকন সাহা কে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এর দুই বছর পর ২০১৫ সালের ১০ ডিসেম্বর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো আগামী ৬ মার্চের মধ্যে কমিটি করার নির্দেশনা দিয়ে তৃণমূলে চিঠি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে কমিটি হবে কিনা দেখা এখন দেখার বিষয়।