আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ কলেজে বাংলা-বিভাগের সেমিনার

নিরাক হাসান প্রেম
নারায়ণগঞ্জ কলেজে বাংলা-বাঙালী-নজরুল-বঙ্গবন্ধু একই স্বপ্নের প্রতিচ্ছবি বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠান করেছে বাংলা বিভাগের অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় কবি নজরুল ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ, ছড়া ও কবিতা আবৃতি করা হয়। রবিবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ কলেজের সেমিনার কক্ষে বাংলা বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইব্রাহীম খলিলুল্লাহ ও সানজিদা আক্তার উপস্থাপনায় বাংলা-বাঙালী-নজরুল-বঙ্গবন্ধু প্রসঙ্গে কবিতা আবৃতি করেন বাংলা বিভাগের প্রথম বর্ষের সেতু, দ্বিতীয় বর্ষের জাকিয়া ও রায়হান উদ্দিন তৃতীয় বর্ষের সজিব খান এবং প্রবন্ধ পাঠ করেন মিথিলা আক্তার ও তরিকুল ইসলাম।

সেমিনারে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের বাংলার প্রাক্তন বিভাগীয় প্রধান রাশিদা বেগম বাংলা বিভাগের বিভাগীয় প্রধান-মেরিনা বেগম, রাবেয়া আক্তার, জান্নাতুল কানন, সাজ্জাদ হোসেন, সমাজকর্ম বিভাগ এর বিভাগীয় প্রধান-মাহমুদা খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষকা ও শিক্ষার্থীবৃন্দ।

এনএইচপি/এসএমআর