সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার শিক্ষাসফর ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গুতিয়াব সিসেল পার্কে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিন সভাপতি আলহাজ্ব মো: জাকির হোসেন। সভায় বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা প্রকৌশলী মো: নাসিরউদ্দিন, মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন , রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: রমজান আলী,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন খাঁন, শিক্ষানুরাগী ওমর ফারক, জুলমত উল্লাহ, বিল্লাল হোসেন, ওসমান গণি, প্রধান শিক্ষক মঞ্জুর হোসেন, হাজী আলী ওসমান প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।