সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষে সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের সচেতনতা মূলক ক্লাশ রুটিন বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নাসিক ৩নং ওয়ার্ডস্থ শিফা ইন্টারন্যাশনাল স্কুলে কয়েকশত শিক্ষার্থীদের মাঝে এ ক্লাশ রুটিন বিতরণ করা হয়।
এর আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক।
এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন স্বপন, পরিচালক মোঃ আলমগীর হোসেন, খন্দকার হাফেজ উদ্দিন, স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ নাজমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম. এ শাহীন, দৈনিক ডেসটিনির সাংবাদিক মোঃ আরিফ হোসেন, দৈনিক খোলা কাগজের সাংবাদিক ইসমাইল হোসেন মিলন, দৈনিক খবরের সাংবাদিক আব্দুল আশিক, দৈনিক নবচেতনার সাংবাদিক আল-আমিন, ব্যবসায়ী ফরিদ আহমেদ সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।