আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সালমা খাতুনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ স্কোয়াড:

সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, পারজানা হক পিংকি, নাহিদা আকতার, ফাহিমা খাতুন, মোছা: রিতু মনি ও সোভানা মুস্তারী।

স্ট্যান্ডবাই পাঁচজন: শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পুজা চক্রবর্তী ও রাবেয়া খাতুন।

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের অন্যান্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। বাংলাদেশ পার্থে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে ২৪ ফেব্রুয়ারি। ২৭ ও ২৯ ফেব্রুয়ারি যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্বের খেলা শেষ হবে সালমা খাতুনের দলের। এই ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ।