আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুব সংহতি নেতা হারুনের মৃত্যুতে জাপার শোক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড খানপুর ব্রাঞ্চ রোড এলাকা নিবাসী শহর জাতীয় যুব সংহতির সহ-সভাপতি ও ১১নং ওয়ার্ড জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ হারুন অর রশীদ গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় চাষাড়াস্থ ইসলাম হার্ট সেন্টারে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মরহুম হারুন রশীদের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ¦ আবুল জাহের চেয়ারম্যান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ্ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। হারুন অর রশীদ তিন সন্তানের জনক ছিলেন। তিনি স্ত্রী সন্তান অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী নেতাকর্মী রেখে গেছেন।