নিজস্ব প্রতিবেদক
বিশ্ব কুষ্ঠ দিবস- ২০২০ উপলক্ষে দিবসটি উদযাপন করেছেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে দিবসটি উদযাপিত হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, লেপ্রসী মিশনের ডিএলসিপি মিসেস সবিতা মিস্ত্রী, ডিসিবিআর প্রদ্যুৎ সরকার, নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসার ডা. শিল্পী আক্তার, মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপ্ন কুমার দেবনাথ সহ আরও অনেকে।
কুষ্ঠ দিবস উপলক্ষে প্রথমে ‘প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক, আমাদের বাংলাদেশ’ এ শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এরপর কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরণ করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
এসময় কুষ্ঠ রোগীদের উদ্দেশ্যে ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বাংলাদেশ কুষ্ঠমুক্ত করার জন্য সরকার বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষার ব্যবস্থা করেছে। আমরা চাই, এদেশ থেকে কুষ্ঠত্ব র্নিমূল করতে। আমাদের সমাজে যেন কোন কুষ্ঠ রোগী না থাকে, এটাই আমাদের লক্ষ্য। আপনারা যারা কুষ্ঠ রোগী তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা নিজেরাও চিকিৎসা নিবেন। সেই সাথে আপনাদের পরিবার-পরিজন, আশেপাশের কেউ কুষ্ঠ রোগী হয়ে থাকে তাহলে তাদেরও পরার্মশ দিবেন বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা নিতে। এভাবে সকলকে যদি চিকিৎসাধীন আওতায় আনা যায়। তাহলে এক সময় এ রোগটা থেকে মুক্তি পাওয়া যাবে। তাই সকলে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সহায়তা করবেন।
দিবসটি উদযাপনে সার্বিক তত্ত্বাবধায়ণ করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার আলতাফ হোসেন।
এমআই/এসএমআর