আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান

সংবাদচর্চা রিপোর্ট:

নরসিংদীর ভূইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদ্রাসার হল রুমে দোয়া হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সুপার হেলাল উদ্দিনের সভাপতিত্বে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  আব্দুল্লাহ ইবনে রইছ মিঠু, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হামিদ ,শিক্ষক প্রতিনিধি এমরান হোসেন। আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষকমন্ডলী ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ  ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।

আরো পড়ুনঃশুক্রবার তারাবোতে আসছেন আজহারী

সভায় বক্তারা বলেন, ছাত্র ছাত্রীদের পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে কেন্দ্রে পৌছাতে হবে। পরীক্ষার খাতায় কোন ক্রমেই রোল নং, রেজিষ্ট্রেশন নং লিখতে ভুল করা যাবে না। যে প্রশ্নটা বুঝতে সমস্যা হবে তা শিক্ষকদের কাছে জেনে নিতে হবে। প্রত্যেকের কাছে এডমিট কার্ড রাখতে হবে।

পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়  এবং বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে গোলাপ ফুলের স্টিক ও কলম বিতরণ করা হয়।

জানা গেছে এবার ভূইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৪ জন ছাত্র ছাত্রী এসএসসি পরীক্ষা দেবে।