সিদ্ধিরগঞ্জ প্রতনিধি
সদ্যঘোষিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ সাদেকুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল হাজী রজ্জব আলী সুপার মার্কেট এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মোঃ সাদেকুর রহমানকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কৃতজ্ঞতা জানিয়ে এ সংবর্ধনার আয়োজন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল বারেক’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রিয়াজউদ্দিন রেনু ও মতিউর রহমান বেপারী, হোসেন আহম্মদ সরদার, কাজী শাহজাহান, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম প্রমুখ।