সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের দক্ষিন সাহেবপাড়াস্থ মসজিদ প্রঙ্গনে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের উপদেষ্টা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন-ডিআইটি জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-মাওলানা আনোয়ার জাফরী, ইসমাইল হোসেন, আলহাজ্ব কমর আলী মাতবর, আলহাজ্ব জসিমউদ্দিন ভূইয়া, আলহাজ্ব আব্দুল বারী, আলহাজ্ব মোবারক হোসেন, আলহাজ্ব মঈনউদ্দিন, আলহাজ্ব আব্দুল লতিফ, আলহাজ্ব সিরাজুল ইসলাম, শামীম আহামেদ মুক্তার, আলহাজ্ব মজিবুর রহমান, হাজী জসিমউদ্দিন চেয়ারম্যান, হাজী রহমত উল্লা খান, আব্দুর সাত্তার, বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের সভাপতি হাজী সামছুল হক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিয়াজী ও ফজলুল হক প্রমূখ। ওয়াজ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ডাঃ মাওলানা মোস্তফা হাবীব।