আজ মঙ্গলবার, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য সংক্রান্ত রচনা প্রতিযোগিতা

সংবাদচর্চা রিপোর্ট:

নিরাপদ খাদা গ্রহণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি সুশৃঙ্খল খাদ্যাভাস গড়ে তোলা এবং তাদের মাধ্যমে তাদের অভিভাবক, প্রতিবেশী এবং বন্ধু-বান্ধব সকলের মাঝে খাদ্য দূষণ, অনিরাপদ খাদ্য গ্রহণ এবং মানব শরীরে এর ক্ষতিকর প্রভাব ও স্বাস্থ্য বুঁকি বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠান হয়।  প্রতিযোগিতায় ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং জাইকা-সিফোরসি প্রকল্পের সহযোগিতায় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে  রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ বদরুল আলম, কাউন্সিলর হান্নান সরকার, কাউন্সিলর সুলতান আহম্মেদ, মহিলা কাউন্সিলর শাওন অংকন, ফুড এন্ড স্যানেটারী শাহাদাত হোসেন, শাহিদা বেগম, সিটি গর্ভমেন্টস স্পেশালিষ্ট মনি মালা রায় প্রমুখ।  টি.আই