আজ মঙ্গলবার, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সোয়াদ রিমান্ডে

সাংবাদিকের উপর হামলার ঘটনায় সন্ত্রাসী সোয়াদের ১দিনের রিমান্ড মঞ্জুর করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। বৃহষ্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত রিমান্ড মঞ্জুর করে।

জানা গেছে আদালতে ৫দিনের রিমান্ড চেয়ে সোয়াদকে পাঠায়।

মামলা সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গত ১৪ জানুয়ারি দুপুর ৩টার দিকে সোনারগাঁয়ের যাওয়ার পথে শীতলক্ষ্যা নদী পার হতে হাজীগঞ্জ ঘাট থেকে ফেরিতে ওঠেন বেশ কয়েকজন সাংবাদিক। ফেরির উপর একটি শিশুকে মারধর করছিল সোয়াদ। এতে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে উপস্থিত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালায় সোয়াদ। এতে আহত হন আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত লিংকন, সাংবাদিক জামাল তালুকদার ও মিজানুর রহমান। পরে সোয়াদকে আটক করে পুলিশে খবর দিলে তল্লা এলাকার বাসিন্দা ও নামধারী আওয়ামী লীগ নেতা আবদুর রহমান তাকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। এ ঘটনায় পরে আবদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে সোয়াদকে প্রধান ও আবদুর রহমানকে দ্বিতীয় আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন আহত সাংবাদিক সৈয়দ লিংকন।