স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন কমিটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী গাজী গোলাম দস্তগীর এমপি (বীরপ্রতিক), হোসনে আরা বাবলী এমপি, সাবেক এমপি এমদাদুল হক ভূইয়া, সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, সহ সভাপতি আব্দুল কাদির, সহ সভাপতি আদীনাথ বসু, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারন সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সূফিয়ান, আইন বিষয়ক সম্পাদক এড মাসুদ-উর-রউফ, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মোঃ মনজুর আলম টুটুল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফেরদৌসি আলম নিলা, সদস্য শাহাদাত হোসেন সাজনু, শীলা রানী পাল প্রমূখ।
উল্লেখ সর্বশেষ, ২০০২ সালের ২৭ মার্চ ঢাকার সোহাগ কমিউনিটি সেন্টারে ৬৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর পর ২০১৬ সালের অক্টোবরে তিন জনের আংশিক জেলা কমিটি ঘোষনা করা হয় পরবর্তিতে ২৬ নভেম্বর জেলা কমিটির ৭৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে জেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ পলাশ পদত্যাগ করেছেন।