রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার দড়িচারিতালুক এলাকায়।
থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ভোলাবো ইউনিয়নের দড়িচারিতালুক এলাকার আজমত আলীর জমি একই এলাকার তারেক মোল্লা ও তার লোকজন দখলের চেষ্টা চালিয়ে আসছে। রবিবার দুপুরে তারেক মোল্লা, নাসির মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, জুবায়েত, কবির মোল্লা, হেকমত আলী, ইমান মোল্লা পুনরায় জমি দখলের চেষ্টা চালায়। এসময় আজমত আলী ও তার স্ত্রী ফরিদা বেগম তাদের বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে তারেক মোল্লাসহ তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে দেশীয় তাদের উপড় অতর্কিত হামলা চালায়। হামলায় আজমত আলী, স্ত্রী ফরিদা বেগম, নাতি মিরাজ হোসেনসহ ৫ জন আহত হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।