মাজহারুল ইসলাম: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে শামীম ওরফে জগৎ (২৫) ও আল আমিন (২৮) নামে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন এ দন্ডাদেশ দেন।
সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছামান জানান,সোনারগাঁও থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকা থেকে বুধবার রাত ১১টার দিকে ইয়াবা ট্যাবলেটসহ শামীম ওরফে জগৎ ও আল আমিনকে আটক করে।
বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতে তাদেরকে হাজির করলে ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন দুই জনকে ১৫ দিন করে সাজা প্রদান করেন।