আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের মনোনয়ন দাখিল

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাড. সরকার হুমায়ূন কবীরকে সভাপতি ও অ্যাড. আবুল কালাম আজাদ জাকিরকে সাধারণ সম্পাদক করে বিএনপি সমর্থিত আইনজীবীদের পূর্ন প্যানেল ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালের দিকে ঘোষিত এই প্যানেলের ১৭ জনই মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন।

এই প্যানেলের অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. রফিক আহম্মেদ, সহ-সভাপতি অ্যাড. মো. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. আলম খাঁন, আপ্যায়ন সম্পাদক অ্যাড. আহসান হাবিব ভূইয়া, লাইব্রেরীয়ান সম্পাদক অ্যাড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ অ্যাড. সাহাজাদা দেওয়ান, ক্রীড়া সম্পাদক অ্যাড. জিয়া, সাহিত্য সম্পাদক অ্যাড. রাসেল প্রধান, সমাজসেবা সম্পাদক গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাড. আলী হোসেন।

এছাড়া সদস্য অ্যাড. হেলাল উদ্দিন চৌধুরী, অ্যাড. হাফিজুর রহমান, অ্যাড. হাবিবুর রহমান হাবীব, অ্যাড. আয়নাল ও মহিবর রহমান।

প্রসঙ্গত, ১২ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২০-২০২১) কার্যকরী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন থেকে ১৩-১৫ জানুয়ারি পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন ছিলো।

কমিশন প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে আগামী ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২০ জানুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি।