আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াইহাজারে অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার রাতে স্থানীয় বিশ্বনন্দী ইউপির ফেরিঘাট এলাকায় অভিলাস ট্রান্সপোর্ট এর সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নতুন বাজার এলাকার খোরশেদ দেওয়ানের স্ত্রী রোকেয়া (৫০), একই জেলা ও থানাধীন বাদশা মিয়ার স্ত্রী সালমা (৩৫), টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন কালমেগা এলাকার নজরুল ইসলামের স্ত্রী মোসলেহা বেগম (৪০), বি-বাড়িয়া জেলার কসবা থানাধীন কালিকাপুর (ঝাড়–মিয়া বাড়ি) এলাকার মুসা মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৬), পাবনা জেলার বেড়া থানাধীন রঘুনাথপুর এলাকার শ্রী রাজকুমার হাওলাদারের ছেলে আকাশ কুমার হাওলাদার(২০), বি-বাড়িয়া জেলার কসবা থানাধীন উত্তর চকবস্তা (সুরুজ মেম্বার বাড়ি) এলাকার ইউনূছ মিয়ার ছেলে তহিদুল ইসলাম (১৯), পলাতকদের মধ্যে রয়েছে, বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সেজামুড়া মুকুন্দপুর এলাকার আবু সামার ছেলে নাছির (৪০), একই জেলার কসবা থানাধীন মধ্যপাড়া কল্যাণপুর (চকবস্তা) এলাকার খোয়াজ আলীর ছেলে বাছির মিয়া (২৮) ও একই জেলা ও থানাধীন কামালপুর (বটতলী) এলাকার পিতা অজ্ঞাত রাসেল (৩০)। তাদের কাছ থেকে  ৬০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, এবং এক লাখ আট হাজার সাতশত টাকা উদ্ধার করা হয়েছে।  বুধবার ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। জেসিও/৮৪২৩ নায়েব সুবেদার (ডিএডি) আব্দুল কাইয়ুম বাদী হয়ে মামালটি করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, র‌্যাব সদস্যদের কাছে তথ্য ছিল বি-বাড়িয়ার কসবা থেকে একটি প্রাইভেট কার যোগে বিপুর পরিমাণে গাঁজা নিয়ে গাজীপুর জেলার শ্রীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আড়াইহাজারের বিশ্বনন্দী ফেরিঘাট এলাকায় অভিলাস কাউন্টারের সামনে ঢাকা মেট্রো-খ-১১-৫১০০ নাম্বারের গাড়ীটির গতিবিধি দেখে র‌্যাব সদস্যদের সন্দেহ হয়। পরে তারা গাড়ীর গতিরোধ করেন। তাদের উপস্থিতি টের পেয়ে এ সময় গাড়ী থেকে ৩ ব্যক্তি পালিয়ে যায়। এক পর্যায়ে ৬ ব্যক্তিকে আটক করা হয়।

এব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান  ,৬ আসামির নামে মামলা হয়েছে। তাদের বুধবার নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।