আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মামুন-কামালের জামিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ  ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জামিন পেয়েছেন। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন দেন। মামলার চার্জশিট পর্যন্ত তাদের জামিন হয়েছে।

প্রসঙ্গত ,১৭ ডিসেম্বর রাতে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার করা হয় তাদের।